বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হিউম্যান মেটানিউমোভাইরাস(এইচএমপিভি)-এ আক্রান্ত নারী মারা গেছেন

হিউম্যান মেটানিউমোভাইরাস(এইচএমপিভি)

দেশে প্রথম হিউম্যান মেটানিউমোভাইরাস(এইচএমপিভি) ভাইরাসে  আক্রান্ত সানজিদা আক্তার মারা গেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার।

গত ১২ জানুয়ারি ৩০ বছর বয়সী সানজিদার এইচএমপিভি সংক্রমণ শনাক্ত হয়। জানা যায়, তার কোনো বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটি IEDCR ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম বলেন, সানজিদা একজন গৃহিণী এবং তার স্বামীও সাম্প্রতিক সময়ে দেশে আসেননি।

প্রথমে রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন সানজিদা। পরবর্তীতে এইচএমপিভি শনাক্ত হওয়ায় তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

ইনফ্লুয়েঞ্জা ধরনের এই ভাইরাসে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অনেকে আক্রান্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই ভাইরাস নিয়ে কোনো সতর্কতা জারি করেনি।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments