ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহ্যবাহী শতবর্ষী পুটিয়া বিল ছয় বছরের স্কিমে ইজারা দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে ভলাকুট কান্দিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি এবং এলাকার কয়েক শতাধিক জেলে পরিবার।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহ্যবাহী শতবর্ষী পুটিয়া বিল ছয় বছরের স্কিমে ইজারা দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে ভলাকুট কান্দিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি এবং এলাকার কয়েক শতাধিক জেলে পরিবার। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার ভলাকুট গ্রামে পুটিয়া বিলের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলেরা তাদের হতাশা ও উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমরা ভলাকুট গ্রামের কয়েক শতাধিক জেলে পরিবার শত বছর ধরে পুটিয়া বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করছি। এই বিল আমাদের জন্য বেঁচে থাকার একমাত্র অবলম্বন। যদি এই বিল আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়, আমরা পরিবার-পরিজন নিয়ে কীভাবে চলবো?”
তারা আরও বলেন, পুটিয়া বিল দীর্ঘদিন ধরে ভলাকুট কান্দিপাড়া মৎস্যজীবী সমবায় লিমিটেড সমিতির মাধ্যমে ইজারা নিয়ে স্থানীয় জেলেরা ব্যবহার করে আসছেন। ভলাকুট ও কান্দিপাড়ার মানুষ এই বিলের ওপর নির্ভর করেই তাদের জীবিকা নির্বাহ করে।
তবে সম্প্রতি পাশের গোয়ালনগর ইউনিয়নের ভিটাডুবী উত্তর মৎস্যজীবী সমবায় সমিতি পুটিয়া বিলটি ছয় বছরের স্কিমে ইজারা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছে। স্থানীয় জেলেদের অভিযোগ, এই সমিতির অধিকাংশ সদস্য প্রকৃত জেলে নন এবং তারা পুটিয়া বিলের আশেপাশে বসবাস করেন না। ফলে তারা এই আবেদনকে ভলাকুটের জেলে পরিবারের প্রতি অবিচার হিসেবে দেখছেন।
মানববন্ধনে ভলাকুট কান্দিপাড়া মৎস্যজীবী লি. সমবায় সমিতির সভাপতি পঙ্কজ দাস, সাধারণ সম্পাদক নান্টু দাস, সদস্য প্রিয়নান্দ দাস, ভুষণ সাহাজী, মনসা রানী দাসসহ স্থানীয় জেলে পরিবারের অসংখ্য সদস্য অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে ক্ষুব্ধ জেলেরা একটি বিক্ষোভ মিছিল করেন এবং পুটিয়া বিলের অধিকার রক্ষার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। তারা সরকারের কাছে এই ইজারা আবেদন বাতিলের দাবি জানিয়ে পুটিয়া বিল জেলেদের ব্যবহারের জন্য সংরক্ষণ করার আহ্বান জানান।
-সাইমন ইসলাম