ইন্টার মায়ামির কোচ হিসেবে নাম লেখালেন লিওনেল মেসির সাবেক সতীর্থ হ্যাভিয়ের মাশ্চেরানো। আপাতত তিন বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন মেজর লিগ সকারের ক্লাবটিতে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে গত সপ্তাহে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জেরার্ডো মার্টিনো। এবার তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার মাশ্চেরানো। আর এতে মেসির গুরু হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। এরআগে আর্জেন্টিনা ও বার্সেলোনায় সতীর্থ হিসেবে লম্বা সময় খেলেছেন মেসি ও মাশ্চেরানো। মায়ামিতে সাবেক বার্সা সতীর্থ সুয়ারেজ, বুসকেটস ও আলবাকেও শিষ্য হিসেবে পাচ্ছেন তিনি। রিভার প্লেটে অভিষেকের পর ওয়েস্টহ্যাম ও লিভারপুলে খেলেছেন হ্যাভিয়ের মাশ্চেরানো। আর বার্সেলোনার হয়ে পাঁচটি লিগ শিরোপার পাশাপাশি জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিড ট্রফি। আর আর্জেন্টিনার জার্সিতে খেলছেন দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ।