<

গোপনীয়তা নীতি

দিনের বার্তা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন (অ্যাপ) ব্যবহার করার সময় পাঠক, ভিজিটর, অথবা ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নিম্নলিখিত মাধ্যম থেকে সেবা গ্রহণের সময় তাঁদের যেসব ব্যক্তিগত তথ্য সংগৃহীত হয়, এই গোপনীয়তা নীতি সেসবের ওপর প্রযোজ্য হবে:

  • দিনের বার্তার যেকোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন
  • সামাজিক যোগাযোগমাধ্যমে বা অন্য যেকোনো ওয়েবসাইটে দিনের বার্তার কনটেন্ট
  • মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন (অ্যাপ)।

দিনের বার্তার তৈরি অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট বা কনটেন্টের ক্ষেত্রেই শুধু এই গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে। কোনো নকল ওয়েবসাইট, পেজ, বা গ্রুপে প্রচারিত কনটেন্টের ক্ষেত্রে এই গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে না।

তথ্য সংগ্রহ ও ব্যবহার

দিনের বার্তা নানা উদ্দেশ্যে পাঠকদের তথ্য সংগ্রহ করে থাকে। উদাহরণস্বরূপ, পাঠকদের সেবা প্রদান বা সেবার মান উন্নত করা এবং বিপণন ও প্রচারণার উদ্দেশ্যে এসব তথ্য সংগ্রহ করা হয়। এই তথ্যের মধ্যে থাকতে পারে গ্রাহকের নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল ঠিকানা, বয়স, সামাজিক মাধ্যমের হিসাব ইত্যাদি।

বিশেষ সতর্কতা

দিনের বার্তা নামে কিছু ভুয়া ওয়েবসাইট এবং ফেসবুক পেজ বা গ্রুপ থাকতে পারে। এগুলোর কনটেন্টের দায় আমাদের নয় এবং এই গোপনীয়তা নীতির আওতায় পড়বে না।

তথ্য সংগ্রহের অনুমতি

পাঠক নিম্নলিখিত ক্ষেত্রে দিনের বার্তাকে তথ্য সংগ্রহের সম্মতি প্রদান করেছেন বলে ধরে নেওয়া হবে:

  • সাইট বা অ্যাপে নিবন্ধন করলে
  • নিউজলেটার সাবস্ক্রাইব করলে
  • জরিপ বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে
  • সাইট বা পেজে লগইন করলে

তথ্য প্রকাশ

পাঠকের ব্যক্তিগত তথ্যাদি দিনের বার্তা ব্যবসা পরিচালনা, গ্রাহক সেবা প্রদান, অথবা আইনগত প্রয়োজন ছাড়া অন্য কারও কাছে বিক্রি অথবা আদান-প্রদান করে না। তবে পাঠকের পছন্দ-অপছন্দ বুঝতে অভ্যন্তরীণভাবে এই তথ্য ব্যবহার করা হতে পারে।

তৃতীয় পক্ষের বিজ্ঞাপন ও লিংক

দিনের বার্তার ওয়েবসাইট ও অ্যাপে তৃতীয় পক্ষের পণ্য ও সেবার বিজ্ঞাপন থাকতে পারে। এই তৃতীয় পক্ষের গোপনীয়তা নীতি ভিন্ন হতে পারে এবং দিনের বার্তা তার জন্য দায়ী নয়।

কুকির ব্যবহার

দিনের বার্তা কুকিভিত্তিক ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করে না। তবে তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলো কুকি ব্যবহার করতে পারে, যার জন্য দিনের বার্তা দায়ী থাকবে না।

তথ্য সংরক্ষণ ও মুছে ফেলা

পাঠক বা ভিজিটর দিনের বার্তায় অ্যাকাউন্ট খুললে তাঁদের তথ্য সংরক্ষণ করা হবে। অ্যাকাউন্ট বন্ধ বা মুছে ফেলতে চাইলে পাঠক info@dinerbarta.com ইমেইলে যোগাযোগ করতে পারেন।

গোপনীয়তার নীতি সংশোধন

দিনের বার্তা যেকোনো সময় এই গোপনীয়তার নীতি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। নতুন নীতিমালা ওয়েবসাইটে প্রকাশের পর তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।