বিপিএলে এর উদ্বোধনী ম্যাচে ইয়াসির আলী রাব্বির ৪৭ বলে খেলা দুর্দান্ত ৯৪ রানের ইনিংস ম্লান হয়ে গেলো মাহমুদউল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফের ঝড়ের সামনে।
ইয়াসির আলী রাব্বির ৪৭ বলে খেলা দুর্দান্ত ৯৪ রানের ইনিংস ম্লান হয়ে গেলো মাহমুদউল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফের ঝড়ের সামনে। বিপিএলের উদ্বোধনী ম্যাচে নবাগত দূর্বার রাজশাহী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সামনে ১৯৮ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়।
রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বরিশাল। দলের দুই তারকা ব্যাটার, ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তবে সপ্তম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ ম্যাচ ঘুরিয়ে দেন। দুজনের ঝোড়ো ফিফটিতে মাত্র ১১ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।
মাহমুদউল্লাহর অভিজ্ঞতা ও ফাহিমের কার্যকরী ব্যাটিংয়ের মিশ্রণে ম্যাচটি শেষ পর্যন্ত বরিশালের জন্য স্মরণীয় এক জয় হয়ে ওঠে।
-সাইমন ইসলাম