মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহতদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যাবস্তা

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরির ব্যবস্থা করতে শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরির ব্যবস্থা করতে শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ গত সোমবার থেকে জীবনবৃত্তান্ত (সিভি) জমা নিচ্ছে। এখন পর্যন্ত ৫০০টিরও বেশি আবেদন জমা পড়েছে। আবেদন গ্রহণ চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। যাচাই-বাছাই শেষে ফেব্রুয়ারির ১ থেকে ২ তারিখে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।

জানা গেছে, আহতদের পুনর্বাসনের জন্য গত ২০ জানুয়ারি বিশেষ সেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আন্দোলনে আহতদের সিভি পাঠানোর আহ্বান জানানো হয়। প্রাথমিকভাবে মাস্টার্স, অনার্স, এইচএসসি ও এসএসসি শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সিভিগুলো ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে।

বিশেষ সেলের প্রধান হাসান ইনাম বলেন, “এখন পর্যন্ত সাড়ে পাঁচশত সিভি জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে সরকারি এবং বেসরকারি দপ্তরে শূন্যপদের সঙ্গে প্রার্থীদের যোগ্যতা মেলানোর কাজ চলছে। আমাদের তিনজন ছাত্র উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন।”

আন্দোলনে আহত এবং বর্তমানে বিশেষ সেলের সদস্য ইয়াসিন জানান, “আহতরা আমাদের অফিসিয়াল মেইলে সিভি পাঠাচ্ছেন। আমরা তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ক্যাটাগরি করছি। এছাড়া একটি ৭ দিনের ক্যাম্পেইনও চালানো হবে। এই উদ্যোগের মাধ্যমে ফেব্রুয়ারিতে নিয়োগ কার্যক্রম পুরোদমে শুরু হবে।”

উল্লেখ্য, আন্দোলনে আহতদের সরকারি-বেসরকারি দপ্তরে পুনর্বাসন করতে শূন্যপদ অনুযায়ী প্রার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

-সায়মন ইসলাম

Some year later, during a military review, Clovis spotted the soldier who had struck the vase. Most of the missions or milirtary bases are near some kind of waterbody, And even the chopper cant find you, once you have gone a litte deep underwater!
guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments