ডিসেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছে। এতে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ১ হাজার ৪৫৫ টাকা নিধারণ করা হয়েছে। অপরিবর্তিত আছে অটোগ্যাসের মূল্যও।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সাংবাদিকদের ডিসেম্বর মাসের জন্য এসব তথ্য জানান।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকার নির্ধারিত মূল্যে বাজারে এলপিজি পাওয়ার বিষয়ে তিনি বলেন, সকল ডিস্ট্রিবিউটরদের লাইসেন্সের আওতায় আনতে কাজ চলছে। সবাইকে লাইসেন্সের আওতায় আনা গেলে ভোক্তাপর্যায়ে সরকারি দাম কার্যকর করা সম্ভব হবে।
এর আগে, অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়।