বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর হাজারীবাগ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে-ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট

রাজধানীর হাজারীবাগ

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি লেদারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি লেদারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আগুনের তীব্রতা বিবেচনায় আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। মাত্র ১৩ মিনিটের মধ্যে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, হাজারীবাগের ট্যানারির কাঁচাবাজার সংলগ্ন একটি সাততলা ভবনের পঞ্চম তলায় থাকা লেদারের গোডাউনে আগুন লেগেছে। এই ভবনটিতে প্রচুর দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে স্থানীয়রা বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। ভবনের আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের দাবি জানিয়েছেন। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments