দিল্লি চলো স্লোগান নিয়ে বিক্ষোভ শুরু করেছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন অঞ্চলের কৃষকেরা। ফসলের ন্যায্য দাম পাওয়ার দাবি নিয়ে দলে দলে তারা যোগ দেন দিল্লি চলো বিক্ষোভে। এ নিয়ে দিল্লিসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে মোদি প্রশাসন।
শুক্রবার দুপুরে সেদেশের কিষাণ মোর্চার ডাকে পাঞ্জাব ও হরিয়ানার শম্ভু বর্ডার থেকে এই পদযাত্রা শুরু হয়। এর জেরে হরিয়ানার আম্বালা জেলাতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সেখানকার প্রশাসন। বন্ধ করা হয়েছে স্কুলগুলো। ১১টি গ্রামে বন্ধ করা হয়েছে ইন্টারনেট।
ফসলের জন্য ন্যূনতম মূল্য নির্ধারণে আইনি নিশ্চয়তার দাবি তুলেছেন কৃষকরা। সেইসাথে ঋণ মওকুফ, কৃষক এবং তাদের শ্রমিকদের জন্য পেনশন সুবিধারও দাবি তাদের।
এ ব্যাপারে কৃষক নেতা গণমাধ্যমকে বলেন, নিরাপত্তা বেষ্টনী না ভেঙে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। আশা করছি সরকার এতে আমাদের সহায়তা করবে। কৃষকদের তরফ থেকে আলোচনার দরজা খোলা আছে বলেও জানান তিনি।
এ দিন শম্ভু বর্ডারের আশপাশে বিশৃঙ্খলা এড়াতে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। এ ব্যাপারে কংগ্রেসের সংসদ সদস্য দিপেন্দার সিং হুদা, বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, সরকার এর আগে কৃষকদের দাবি পূরণ করবে বলে কথা দিলেও তাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।