রামপুরা ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলির ঘটনার অভিযোগে গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে তাকে ট্রাইব্যুনালে তোলা হয়।
২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের ছাদে অবস্থানরত ছাত্র আমির হোসেনকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির।
গত ২৬ জানুয়ারি রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল দীঘিনালা থানা থেকে এএসআই চঞ্চল চন্দ্রকে গ্রেফতার করে।
এছাড়া, আজ পুলিশের এডিসি এম এম মইনুল ইসলাম এবং হাইকোর্টের সামনে আন্দোলনকারীদের মুখ চেপে ধরা বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।