ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগসহ ৬ দফা দাবি তুলেছেন অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণের জন্য ৪ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করেছেন তাঁরা। এই সময়ের মধ্যে সমাধান না হলে, তাঁরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
আজ সোমবার দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাঁদের দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে সাত কলেজের একজন শিক্ষার্থী প্রতিনিধি দাবি পড়ে শোনান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ৬ দফা দাবির পেছনে প্রেক্ষাপট:
- গতকাল রোববার রাতে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
- সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।
- পুলিশ পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা নিজেদের কলেজের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন।