বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসচাপায় তিন শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানী

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিক্ষার্থী হলেন- কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পোনা গ্রামের বাবুল নাগের ছেলে বিশাল নাগ (২০), মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (২১) এবং একই গ্রামের বিষ্ণুপদ দাসের ছেলে দিপু দাস (২২)।

ভাঙা হাইওয়ে পুলিশের ওসি মো. রকিবুজ্জামান জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে খেজুরের রস খেতে কাশিয়ানীর পোনা গ্রাম থেকে মুকসুদপুরের কালিনগর যাচ্ছিলেন। ভোরের আলো ফোটার আগেই তারা হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী বিশাল এবং হৃদয়ের মর্মান্তিক মৃত্যু হয়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে, সেখানেও কর্তব্যরত চিকিৎসক দিপু দাসকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। তিন যুবকের অকাল মৃত্যুতে তাদের পরিবার এবং স্থানীয়রা গভীরভাবে শোকাহত। সড়ক নিরাপত্তার অভাব এবং দ্রুতগামী যানবাহনের কারণে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments