মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ড. ইউনূসের নোবেল নিয়ে আপত্তিকর মন্তব্য পশ্চিমবঙ্গের স্পিকারের

ড. ইউনূসের

ড. ইউনূসের নোবেল পাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত হামলার অভিযোগ তুলে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শান্তির জন্য যে মানুষটাকে নোবেল দেয়া হয়েছিল তিনি তার নিজের দেশেই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চূড়ান্ত ব্যর্থ। তিনি কি আদৌ সেসব কিছু করতে পারছেন? হাস্যকর নানা বিবৃতি দিচ্ছেন।

তার মতে, ড. ইউনূসের নোবেল পুরস্কার কেড়ে নেয়া হবে কিনা তা নিয়ে আমি মতামত দেয়ার কেউ না। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের এই ঘটনার পর এরকম একটা মানুষকে কেন নোবেল দেয়া হয়েছিল সেটাই প্রশ্ন। এটা মেনে নেয়া যায় না।

তিনি আক্ষেপ করে বলেন, পশ্চিমবঙ্গের মানুষকে খুব ভালোবাসতেন ওপার বাংলার মানুষেরা। আমি নিজে ওখানে গিয়েছি। আমার পরিবারের লোকরা ওখানে ছিল। কিছু মৌলবাদী লোক ইচ্ছাকৃতভাবে এই সন্ত্রাস তৈরি করছে। এর প্রতিবাদ করতেই হবে বলেও মন্তব্য করেন তিনি।

There are clear echoes of the Wandering Jew in Wagner's The Flying Dutchman, whose plot line is adapted from a story by Heinrich Heine in which the Dutchman is referred to as "the Wandering Jew of the ocean", 39 and his final opera Parsifal features a woman called Kundry who is in some ways a female version of the Wandering Jew. Departments of Cusco, half of Puno, and northeast Arequipa.
guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments