ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি রোমাঞ্চে ভরা হলেও শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয়।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি রোমাঞ্চে ভরা হলেও শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয়। রোববার (৫ জানুয়ারি) লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচটি নিয়ে ম্যাচ শুরুর আগে ভারি তুষারপাতের কারণে কিছুটা শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত লড়াই দেখার সুযোগ পেয়েছেন ফুটবলপ্রেমীরা।
প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে। ৫২ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজ গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নেন। সাত মিনিটের মাথায় লিভারপুলের কোডি গাকপো সমতাসূচক গোল করেন। এরপর ৭০ মিনিটে লিভারপুল পেনাল্টি পায়, যা থেকে মোহাম্মদ সালাহ গোল করে দলকে এগিয়ে দেন। এবারের লিগে এটি সালাহর ১৮তম গোল, যা তাকে শীর্ষ গোলদাতা হিসেবে আরও সুদৃঢ় করেছে।
ম্যাচের শেষ পর্যায়ে, ৮০ মিনিটে ইউনাইটেডের আমাদ দিয়ালো গোল করে সমতা ফেরান। এই ড্রয়ের ফলে লিভারপুল তাদের টানা তিন ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়লেও তারা ১৯ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থানে রয়েছে।
এই ম্যাচ দুই দলের জন্য ভিন্ন স্বাদ এনে দিল। লিভারপুলের জন্য এটি হারানো সুযোগ, আর ইউনাইটেডের জন্য হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধারের একটি মঞ্চ। সমর্থকদের জন্য ম্যাচটি ছিল অসাধারণ রোমাঞ্চকর এক অভিজ্ঞতা।
-সাইমন ইসলাম