শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের মিঠাছরা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েপিকনিক বাস দূর্ঘটনায় পড়েছে
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের মিঠাছরা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে পিকনিক বাস দূর্ঘটনায় পড়েছে। এতে এক ব্যক্তির মৃত্যু ও অন্তত ৮ জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় প্রাণ হারানো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নাম জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ তুলারাম কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে একটি পিকনিক বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মিঠাছরা এলাকায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হঠাৎ বাসের সামনে চলে এলে তাকে পাশ কাটাতে গিয়ে বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, শিক্ষা সফরের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে আসা বাসটি মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বাস চালক লোকটিকে বাঁচানোর চেষ্টা করায় গতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
-সায়মন ইসলাম