কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মবিরতিজনিত ক্ষতিঃমঙ্গলবার (২৮ জানুয়ারি) রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা আয়হানি হয়েছে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। এদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় এই ক্ষতি ঘটে। এছাড়া কোচ সংকটের কারণে জয়ন্তিকা ও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের বুধবারের (২৯ জানুয়ারি) যাত্রা বাতিল করা হয়েছে।
বুধবার স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “সাধারণত প্রতিদিন আমাদের স্টেশন থেকে ১ কোটি ১৫ লাখ থেকে ১ কোটি ২০ লাখ টাকা আয় হয়। গতকালের কর্মবিরতির কারণে এই আয় ক্ষতিগ্রস্ত হয়েছে।”
যাত্রীদের রিফান্ড:
বাতিলকৃত ট্রেনের টিকিটধারী যাত্রীদের টাকা ফেরত দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন। অনলাইনে টিকিট কাটা যাত্রীদের ডিজিটাল পদ্ধতিতে এবং কাউন্টার থেকে কেনা যাত্রীদের সরাসরি রিফান্ড দেওয়া হবে।
ট্রেন শিডিউল বিপর্যয়:
কর্মবিরতির প্রভাবে পারাবত এক্সপ্রেস ট্রেন চার ঘণ্টা বিলম্বে ছাড়ে। অন্যান্য ট্রেনেরও এক থেকে দেড় ঘণ্টা শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানান তিনি। রাতের দিকে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হওয়ায় যাত্রীদের সময়মতো এসএমএস দেওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।