শুক্রবার, ৪ জুলাই ২০২৫
৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লুৎফুজ্জামান বাবর এর মুক্তির অপেক্ষায় কেন্দ্রীয় কারাগারে বিএনপির নেতাকর্মীদের ভিড়

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সব মামলায় খালাস পাওয়ার পর ১৭ বছর কারাবাস শেষে কারামুক্ত হচ্ছেন

লুৎফুজ্জামান বাবর এর মুক্তির অপেক্ষায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কেন্দ্রীয় কারাগারের সামনে বাবরের মুক্তির অপেক্ষায় বিএনপির নেতাকর্মীদের ভিড় ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় হাইকোর্টের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন। এর মধ্য দিয়ে বাবরের বিরুদ্ধে থাকা সব মামলার রায় খালাসে শেষ হয়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ জানান, হাইকোর্টের আদেশ কারাগারে পৌঁছালে বাবর মুক্তি পাবেন।

বাবরের মুক্তির খবরে নেত্রকোনা-৪ আসনে তার নির্বাচনী এলাকায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। ঢাকায় তাকে বরণ করতে সমর্থকরা জড়ো হয়েছেন। বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী বলেন, “এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

২০০৭ সালের ২৮ মে আটক হওয়ার পর বাবরের বিরুদ্ধে একাধিক মামলা হয়। হাইকোর্টের রায়ে তিনি একে একে সব মামলায় খালাস পান।

-সায়মন ইসলাম

guest


0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments