বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলার আবেদন

শেখ হাসিনা ও সজীব ওয়াজেদসহ ৯৩ জনের বিরুদ্ধে অ্যাডভোকেট নুপুর আখতার হত্যাচেষ্টা মামলার আবেদন

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে অ্যাডভোকেট নুপুর আখতারকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকায় এক মিছিলে অংশ নেয়ার পর অ্যাডভোকেট নুপুর আখতারকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলার আবেদন করেন।

এই মামলার আবেদনকালে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে জানান যে, আদেশ পরবর্তী সময়ে প্রদান করা হবে। বাদীর পক্ষ থেকে আদালতে যে বিবরণ দেওয়া হয়েছে, তাতে অভিযোগ করা হয়েছে যে, আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ মোট ৯৩ জন, যারা প্রশাসন ও দলীয় পদে গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন, তারা এই হত্যাচেষ্টার পেছনে জড়িত থাকতে পারেন। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন—আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতারা, যেমন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হাসানুল হক ইনু, আনিসুল হক, ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, মাইনুল হোসেন খান নিখিল, হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকারসহ আরও অনেক গুরুত্বপূর্ণ নেতা।

মামলার আবেদনে বলা হয়েছে, গত ৪ আগস্ট বিকেল ৩টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে অংশ নেন অ্যাডভোকেট নুপুর আখতার। এ সময় মিছিলে হামলা চালিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়, যার ফলে তার বাম হাতে এবং মাথায় গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। এসময় তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে যে, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তাকে হুমকি দিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেয়। এই হামলার পর, নুপুর আখতার অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মাথায় এক্স-রে করা হয় এবং চিকিৎসকরা তাকে অপারেশনের জন্য পরামর্শ দেন। এর পর ১৭ ডিসেম্বর তার মাথা থেকে গুলির বিচ্ছিন্ন অংশ বের করতে অপারেশন করা হয়।

বাদী আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম ও ভুক্তভোগী আইনজীবী নুপুর আখতার আদালতে উপস্থিত ছিলেন এবং তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বাদী তাদের যুক্তি ও প্রমাণ উপস্থাপন করে বলেন যে, এই হামলা রাজনৈতিক উদ্দেশ্যে এবং পরিকল্পিতভাবে করা হয়েছে। তারা নিশ্চিত করেছেন যে, হত্যাচেষ্টা ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই ধরনের রাজনৈতিক সহিংসতা রোধ করতে সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত।

এদিকে, নুপুর আখতার ও তার আইনজীবী এই মামলার তদন্ত দ্রুত করার এবং এ ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। মামলার প্রক্রিয়া সম্পন্ন হতে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত হওয়ার জন্য বাদী আদালতের সহায়তা চেয়েছেন।

-সাইমন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments