দাবানল এর এই সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন বিতর্কিত বক্তব্যের জন্য শিরোনামে রয়েছেন। এবার তিনি প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। ট্রাম্পের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা দাবানলে পুড়ে ছারখার হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেস শহরসহ বিভিন্ন এলাকায় লাখো ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ইতোমধ্যেই প্রায় পৌনে দুই লাখেরও বেশি মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। একাধিক মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দাবানলে এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।
এই সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে তিনি জানান, ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য কানাডা থেকে ৬০ জন দমকলকর্মী পাঠানো হচ্ছে।
ট্রুডোর এই মানবিক পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। কানাডার এই উদ্যোগকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব এবং সহযোগিতার প্রতীক হিসেবে দেখছেন অনেকেই। তবে একইসঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় বইছে। বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের সম্পর্কের এই টানাপোড়েন সময়মতো মিটিয়ে না ফেললে ভবিষ্যতে এর আরও গভীর প্রভাব পড়তে পারে।
-সায়মন ইসলাম