সংকট নিরসনে কনিষ্ঠ জনপ্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে কমিশন পুনর্গঠনের দাবি
সাবেক ও বর্তমান আমলারা জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন। উপসচিব পদে প্রশাসন ক্যাডার ও অন্যান্য ক্যাডারের মধ্যে ৫০:৫০ অনুপাতের প্রস্তাব বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেন তারা। বুধবার (২৫ ডিসেম্বর) ইস্কাটনের বিয়াম মিলনায়তনে বিসিএস (প্রশাসন) কল্যাণ সমিতি ও বিএএসএ আয়োজিত প্রতিবাদ সভায় এসব দাবি জানানো হয়।
বক্তারা অভিযোগ করেন, প্রশাসনে সংস্কারের বদলে দ্বন্দ্ব উসকে দেওয়া হয়েছে এবং এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। গত তিন নির্বাচনের একতরফা দোষ প্রশাসনের নয়, অন্যান্য ক্যাডারেরও দায় রয়েছে।
তারা মনে করেন, সংস্কার কমিশনের অগ্রিম সিদ্ধান্ত আন্তঃক্যাডার বিভেদ তৈরি করেছে। এ সংকট নিরসনে কনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে কমিশন পুনর্গঠনের দাবি ওঠে। বর্তমান নিয়মে উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫% এবং অন্যান্য ক্যাডারের ২৫% কর্মকর্তার পদোন্নতির বিধান রয়েছে।