বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনীতিবিদদের অবদান অস্বীকার করা অন্যায়: ডা. জাহিদ

রাজনীতিবিদদের অবদান অস্বীকার করা অন্যায়: ডা. জাহিদ

রাজনীতিবিদদের অবদানকে অস্বীকার করা উচিত নয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, রাজনীতিবিদদের অবদানকে অস্বীকার করা উচিত নয়।

বুধবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ বলেন, “গত ১৬ বছর ধরে দেশে কুশাসন ও অপশাসন চলছে। এর ফলে গুম, খুন, আয়নাঘর, এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন উপহার পেয়েছি। তবে আমরা দায়িত্বশীল অবস্থানে থেকে সব কিছু শুনে, বুঝে মন্তব্য করব।”

তিনি দাবি করেন, “পঞ্চাশ বছরের বেশি সময়ে কিছুই হয়নি, এমন কথা বলা সঠিক নয়। দেশের সংস্কার এবং উন্নয়নে রাজনীতিবিদদের অবদান অস্বীকার করা অন্যায়। ইতিহাস সাক্ষী যে সংস্কারের ক্ষেত্রে রাজনীতিবিদরাই সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।”

আধুনিক বাংলাদেশের প্রেক্ষাপটে জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত বিএনপির গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, “বিএনপির প্রতি নতুন প্রজন্মের সমর্থন বাড়ছে, কারণ দলটি জনগণের স্বার্থে রাজনীতি করে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি প্রতিশ্রুতিবদ্ধ।”

ষড়যন্ত্র এখনও সক্রিয় উল্লেখ করে তিনি বলেন, “ঘাপটি মেরে থাকা প্রশাসনের দোসরদের নির্মূল করতে না পারলে আমাদের স্বপ্ন পূরণ হবে না। ঐক্য ধরে রাখতে হবে এবং জনগণকে তাদের অধিকার আদায়ের সুযোগ দিতে হবে।”

তিনি আরও বলেন, “পলাতক স্বৈরাচারীর বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। জনগণ ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।”

guest


0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments