বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে সেটা তাদের ব্যাপার: উপদেষ্টা সাখাওয়াত

ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে সেটা তাদের ব্যাপার। কিন্তু বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের বিজয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর টুইট প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, নরেন্দ্র মোদি তার মতো করে বলেছেন। তার এমন মন্তব্যে মুক্তিযোদ্ধারা যারা এখনও বেঁচে আছেন তারা আহত হয়েছেন।

এর আগে, সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন নৌপরিবহন উপদেষ্টা। এসময় সিলেট একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিলেট এডাকেমির কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্র যোদ্ধা অংশ নেয়।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments