বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলের পদবঞ্চিতদের নতুন কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ

ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের বিক্ষোভ তীব্রতর হয়েছে।

ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের বিক্ষোভ তীব্রতর হয়েছে। তারা নতুন কমিটি প্রত্যাখ্যান করে এবং কমিটির সদস্যদের অবাঞ্ছিত ঘোষণা করেন। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই ক্যাম্পাসে প্রতিবাদী ছাত্ররা জড়ো হতে থাকে, যদিও কলেজটি বন্ধ ছিল। তারা বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসের বিভিন্ন অংশে এবং পরে ঢাকা কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করে আধা ঘণ্টা ধরে।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরেন তারা। অভিযোগ রয়েছে যে, ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা নিজেদের অনুগত সদস্যদের দিয়ে নতুন কমিটি গঠন করেছেন, যাদের অনেকেই আগের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে অংশগ্রহণ করেননি। সেই সঙ্গে কমিটিতে ছাত্রলীগের অনেক সদস্যকে জায়গা দেয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

কমিটি ঘোষণার পর মঙ্গলবার দুপুরে ৩৬ সদস্যের কমিটির তালিকা প্রকাশ করা হয়, যা ক্যাম্পাসে ক্ষোভের সঞ্চার করে। রাতেই পদবঞ্চিতরা বিক্ষোভে অংশ নেয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

Use a spool type valve for this hookup, since it takes pressure at any port without malfunction. Masjid Tawhid - In the spirit of the Ansar Sunday 22 November to Reviving the spirit of the Ansar Helpers in light of the situation faced by asylum seekers. He said the shop even was able to sway A-level technicians that the piece-rate commission pay plan merely encouraged bad behavior.
guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments