বুধবার, ২ এপ্রিল ২০২৫
২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ প্রমাণ করতে ষড়যন্ত্র হচ্ছে

বিশ্ব দরবারে

বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ প্রমাণ করতে সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন করে ষড়যন্ত্র করছে। অপরদিকে, বিশ্ব দরবারে সেই ষড়যন্ত্রে বড় ভূমিকা রাখছে ভারতের মিডিয়া- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দেশকে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ, কোনো সেক্টর ভালো রাখে নাই। দেশের অর্থনীতি, সমাজ সবকিছু ফোকলা করে দিয়ে গেছে। গত ১৫ বছরে ২০ হাজার তরুণের প্রাণ কেড়ে নিয়েছে তারা। চতুর্দিক থেকে দেশকে আবারও অন্ধকারে নেয়ার ষড়যন্ত্র করছে সেই ফ্যাসিবাদী শক্তি।

তিনি আরও বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা এসেছে, তা যেন নিজেদের মধ্যে বিশৃঙ্খলায় ধ্বংস না হয় সেদিকে ছাত্রদের সজাগ থাকতে হবে। পতিত ফ্যাসিস্টের লোকজন শিক্ষাঙ্গনে ছাত্রদের মধ্যে মারামারি ও মানুষ হত্যা করে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগও আনেন মির্জা ফখরুল।

এসময়, অভ্যুত্থানের অর্জন যেন কলেজে কলেজে নিজেদের মধ্যে মারামারির কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সজাগ থাকতে ছাত্রদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।