সিরিয়ার পালমিরা শহরে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা সামরিক সূত্রের বরাতে জানায়, জর্ডান সীমান্ত থেকে ইসরায়েলি ফাইটার জেটগুলো সিরিয়ার পালমিরা শহরে হামলা চালায়। এতে একটি আবাসিক ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েল নিয়মিতভাবে গাজা এবং সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সামরিক স্থাপনাই এসব হামলার লক্ষ্যবস্তু।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে তাদের সংঘাত তীব্র আকার ধারণ করেছে। গত সেপ্টেম্বর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ চলছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।