কক্সবাজারে জাতীয় লিগে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে অবাক কাণ্ডের ঘটনা ঘটেছে। ব্যাটারের ব্যাট ভেঙে উইকেট পেলেন পেসার মেহেদী হাসান। তবে এই মেহেদী হাসান জাতীয় দলের খেলোয়াড় নন। তিনি খেলছেন জাতীয় লিগের রংপুর দলের হয়ে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামাজিক যোগাযোগ ম্যাধ্যম এক্সে সেই ভিডিও প্রকাশ করে। তবে ভূল ক্যাপশনে প্রকাশিত হয় ভিডিওটি। মেহেদী হাসানের জায়গায় লেখা হয়েছে পেসার রবিউলের নাম। কিন্তু উইকেট পেয়ে সেলিব্রেশন করতে দেখা যায় মেহেদীর।
ভিডিওটিতে দেখা যায়, দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলটি করছিলেন মেহেদী। অফ স্ট্যাম্পের বাইরে বল বেটে লেগে ব্যাটের কানা ভেঙে যায়। এরপর সেই অংশটুকু উইকেটে আঘাত করে বেল পড়ে যায়। ব্যাটার কিছুক্ষণ অবাক হয়ে ক্রিজে দাড়িয়েছিলেন।
উল্লেখ্য, ঢাকা মহানগর প্রথম ইনিংসে ১৭৪ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে। ২৫ রানে ৭ উইকেট নেয়া মেহেদীর আগুন ঝরানো বোলিংয়ে ১১৮ রানে অলআউট হলেও শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়।