বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তর কোরিয়া কিম জং উনের নতুন বছরের চিঠি: পুতিনকে ‘ঘনিষ্ঠতম বন্ধু’

উত্তর কোরিয়া কিম জং উনের নতুন বছরের চিঠি: পুতিনকে 'ঘনিষ্ঠতম বন্ধু'

উত্তর কোরিয়া সর্বোচ্চ নেতা কিম জং উন নতুন বছরের বার্তা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে চিঠি পাঠিয়েছেন।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নতুন বছরের বার্তা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে কিম পুতিনকে তার “সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও কমরেড” হিসেবে উল্লেখ করেছেন এবং রাশিয়ার জনগণ ও সাহসী সেনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আল জাজিরা ও ডয়চে ভেলের প্রতিবেদনে এ খবর উঠে এসেছে।

চিঠিতে কিম জং উন আশা প্রকাশ করেছেন যে, ২০২৫ সালে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক আরও গভীর হবে এবং ২০২৪ সালের তুলনায় আরও ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠবে। তিনি রাশিয়ার নিও-নাৎসিদের বিরুদ্ধে চলমান যুদ্ধে সফলতা কামনা করেছেন এবং বলেছেন, ২০২৫ সালে রাশিয়া এই যুদ্ধে বিজয় অর্জন করবে।

চিঠির প্রসঙ্গ টেনে কিম ২০২২ সাল থেকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্কের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার কথা উল্লেখ করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে সামরিক সহযোগিতার বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই চুক্তিগুলোর মাধ্যমে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও সুসংহত হয়েছে।

গত কয়েক বছরের মধ্যে কিম জং উন রাশিয়া সফর করেছেন এবং পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। পুতিনও উত্তর কোরিয়ায় সফর করেছেন। এসব বৈঠকের সময়ই সামরিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি সই হয়েছে, যা দুই দেশের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

এই চিঠি উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা কূটনৈতিক ও সামরিক সম্পর্কের আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

-সাইম ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments