<

ব্যবসায়ী ও কর্তৃপক্ষের নিরাপত্তা নিশ্চিতের পর খুললো যমুনা ফিউচার পার্ক

পুরোপুরি খুলে দেয়া হয়েছে জনপ্রিয় শপিংমল যমুনা ফিউচার পার্ক। ব্যবসায়ী ও কর্তৃপক্ষের যৌথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে দক্ষিণ এশিয়ার এই বৃহত্তম শপিংমলটি।

মূলত, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সুযোগ নিয়ে হঠাৎ করেই শুক্রবার (২৩ নভেম্বর) ফিউচার পার্ক এলাকায় ঢুকে পড়ে একদল বহিরাগত। আতঙ্কে নিজ নিজ দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী, ফিউচার পার্ক কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা মিলে পরিস্থিতি সামাল দেন। পরে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বৈঠক করে সমস্যার সুরাহা করেন।

ব্যবসায়ীরা জানান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। অপরাধীদের ধরতে এবং ক্ষতিপূরণ দিতে মালিকপক্ষের পূর্ণাঙ্গ আশ্বাস পাওয়ায় খুশি তারা। এ সময় হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

যমুনা ফিউচার পার্কের এইচসিএম বিজনেস অপারেশনস্’র পরিচালক আফসার উদ্দিন জানান, এটি একটি বড় ধরনের অঘটন। বাইরের শক্তি দ্বারা এটি সংঘটিত হয়েছে। এই ধরনের শপিং মলে চুরি হওয়া সম্ভব নয়। মালিকপক্ষ ক্ষতিপূরণে সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি।

ফিউচার পার্কের সিনিয়র জিএম সাহেদ আলী জানান, মালিকদের আশ্বাসের প্রেক্ষিতে ফিউচারপার্ক খুলে দেয়া হয়েছে।