<

পেটে ক্ষুধা রেখে সংস্কারের কথা কারো ভালো লাগে না: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সবার আগে ক্ষুধা নিরসনে সরকারের কাজ করা উচিত। কারণ পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারো ভালো লাগে না। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নতুন বাজার এলাকায় দলটির ঢাকা মহানগর উত্তরের জনসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ সবার মুখে দেশ বদলের আকাঙ্খা। মানুষ সংস্কারও চায় এবং ভোটও চায়। বিদেশীরা কেউ ড. ইউনূসকে টাকা ধার দেয়নি। তবে ৮ বিলিয়ন ডলার অনুদান দিয়েছে। এ সময় শেখ হাসিনা কখনও জনগণের কল্যাণে কাজ করেনি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে ৯ কোটি মানুষই দরিদ্র। এর মধ্যে ৬ কোটি মানুষের কোনো আয় নেই। নাগরিক ঐক্য ক্ষমতায় যেতে পারলে প্রতিটি দরিদ্র পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।