বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের চেষ্টা চলছে উপদেষ্টা নাহিদ ইসলাম

অভ্যুত্থানকে ব্যর্থ

অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের চেষ্টা চলছে, শিক্ষার্থীদের বিতর্কিত অবস্থানে দাঁড় করিয়ে-এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এই বিপ্লবের সুফল যাতে দেশের প্রতিটি মানুষ যেন পায় সেটি নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। এ সময় শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কারে মধ্যে দিয়ে ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণেই সংস্কারের পর নির্বাচন আয়োজন করা হবে।