<

এবার কমালাকে ‘ফ্যাসিস্ট’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন এগিয়ে আসছে। সপ্তাহ বাদে দেশটির ভোটাররা তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দেবেন। তার আগেই যেন জমে উঠছে ভোটের মাঠ। একে অপরের দিকে সমালোচনার তীর ছুড়ছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করেন কমালা। এবার ট্রাম্পও একই অস্ত্র ব্যবহার করলেন তার দিকে। তিনি বলেন, আসল ফ্যাসিস্ট হচ্ছেন কমালা হ্যারিস। এসময় ট্রাম্প আরও বলেন, তাকে ‘নাৎসি’ বলা হলেও তিনি নাৎসির বিপরীত দিকেই রয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) জর্জিয়ায় এক নির্বাচনী প্রচারে এমন মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে সিএনএন।

ট্রাম্প বলেন, নির্বাচনী প্রচারে নতুন এক কথা খুঁজে পেয়েছেন কমালা হ্যারিস। কেউ তাকে ভোট না দিলেই তিনি বলে বসেন, ওই ব্যক্তি নাৎসি।

এর আগে, গত বুধবার (২৩ অক্টোবর) পেনসিলভানিয়ায় একটি অনুষ্ঠানে কমালা হ্যারিসের কাছে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে জানতে চায় সিএনএন। তাকে প্রশ্ন করা হয়, তিনি ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন কিনা।

জবাবে কমালা বলেন, হ্যাঁ, আমি মনে করি। আমি বিশ্বাস করি, ট্রাম্প একজন ফ্যাসিস্ট। আমি এটাও বিশ্বাস করি– যারা তাকে সবচেয়ে ভালো চেনেন, তাদেরও এ বিষয়ে বিশ্বাস করা উচিত।  

এ নিয়ে এবার পাল্টা অভিযোগ করলেন ট্রাম্প। তিনি সোমবারের নির্বাচনী প্রচারে বলেন, আমি নাৎসি নই। আমি নাৎসিবিরোধী। তিনি (কমালা) নাৎসি।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের ২০-২৩ অক্টোবর পর্যন্ত পরিচালিত সর্বশেষ জাতীয় জরিপে দেখা যাচ্ছে, কমালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প দুজনই ৪৮ শতাংশ সমর্থন নিয়ে সমান অবস্থানে রয়েছেন। বাকি ৪ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন।