বুধবার, ২৬ মার্চ ২০২৫
২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার

ঢাকায় ভারতীয়

ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে সরকার, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে বিক্ষোভ ও হামলার ঘটনার পর।

সোমবার (২ ডিসেম্বর) রাত থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ।

ভারতীয় দূতাবাসের সামনে তিন লেয়ারে নিরাপত্তা বেষ্টনী দেয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে নতুন বাজার থেকে গুদারাঘাট যাওয়ার রাস্তাটি বন্ধ করে রেখেছে সেনাবাহিনী। কেউ কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে যেন না পারে, সেজন্য সজাগ রয়েছে যৌথবাহিনী।

ডিএমপির গুলশান জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ জানান, কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করছে পুলিশের চেন্সারী বিভাগ। আর দূতাবাসের নিরাপত্তায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা আছে। দূতাবাসে প্রবেশের তিনটি এন্ট্রি পয়েন্টে তল্লাশি অব্যাহত রয়েছে। দিনরাত ২৪ ঘণ্টা এমন শক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে জানান তিনি।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিভিন্ন সংগঠনের বিক্ষোভ কর্মসূচি কেন্দ্র করেই মূলত এ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে, আজ দুপুরে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে জড়ো হতে দেখা যায়নি। বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাস অভিমুখী রাস্তায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments