<

বিশ্বে যুদ্ধ পরিস্থিতি

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামলা হচ্ছে ফিলিস্তিনের গাজাতেও। আবার পাল্টা প্রতিশোধও নিতে দেখা যাচ্ছে। সবমিলিয়ে বিশ্বের যুদ্ধ পরিস্থিতি কেমন, তা দেখে নেব একনজরে।

লেবাননে হামলা:

লেবাননে বর্বরতা থেমে নেই। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর আকাশপথে চালানো হামলায় দেশটির পূর্বাঞ্চলে অন্তত ৬০ জন নীরিহ মানুষের মৃত্যু হয়েছে। অনেকেই বলছেন, ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহতম দিন।

গাজায় হামলা:

ইসরায়েলি বাহিনীর হামলায় উত্তর গাজায় অন্তত ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। বেইট লাহিয়া নামক স্থানের একটি ভবনে এই হামলা চালানো হয়। হামলার পর থেকে এখনও বেশ কয়েকজন ফিলিস্তিনি নিখোঁজ বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস:

জাবালিয়ায় ইসরায়েলি ট্যাংক ধ্বংসের ভিডিও ফুটেজ প্রকাশ করলো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন- হামাস। সোমবার প্রকাশ করা হয় ভিডিওটি। দেখা যায়, আগেই ওঁৎ পেতে ছিলো হামাস যোদ্ধারা। ইসরায়েলি ট্যাংক চিহ্নিত স্থানে পৌঁছানোর সাথে সাথে ঘটানো হয় বিস্ফোরণ। মুর্হূতেই আগুন ধরে যায় যানটিতে।

মোসাদ-সিআইএ বৈঠক:

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য দোহায় আলোচনার টেবিলে বসেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ’র প্রধান এবং মার্কিন গোয়েন্দা বিভাগ সিআইএ’র ডিরেক্টর। যদিও বিশ্লেষকরা বলছেন, এটি একটি ব্যর্থ ও লোক-দেখানো আলোচনা। ভালো কিছু এখান থেকে প্রত্যাশা করা মোটেও উচিত হবে না।

ইসরায়েলের বিতর্কিত সিদ্ধান্ত:

গাজায় জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থার কার্যক্রম বন্ধে পদক্ষেপ নিলো ইসরায়েল। সোমবার (২৮ অক্টোবর) UNRWA-কে নিষিদ্ধ করে বিল পাস হয় দেশটির পার্লামেন্টে। সংস্থাটির বিরুদ্ধে হামাসসহ সশস্ত্র সংগঠনের সাথে যোগাযোগের অভিযোগ তোলা হয়।

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ:

ইসরায়েলে সরকারবিরোধী আন্দোলনে নেতানিয়াহুর বাসভবন ঘেরাও করার দায়ে ৯ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে জড়ো হয় হাজারো মানুষ। সেখানে ঘটে এ ঘটনা।