স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শনিবার এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। নমপেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ শনিবার সন্ধ্যা ৬টায়।
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য গ্রুপপর্বে খেলা। সেটিও দেড়যুগ আগে ২০০৬ সালে। এবার অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে সাইফুল বারী টিটুর ছাত্ররা কম্বোডিয়ায় সেটিই অর্জন করতে চা্য়।
কঠিন এই মিশনে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক কম্বোডিয়া। বাংলাদেশ আশাবাদী। গত মাসেই যে সাফের ফাইনাল খেলেছে নাজমুল হুদারা। এছাড়া অস্ট্রেলিয়া প্রবাসী ফরোয়ার্ড আরহামের সংযুক্তি কিছুটা আশাবাদী করেছে বাংলাদেশের কোচকে।
ফুটবলাররাও কঠোর অনুশীলন করেছেন দীর্ঘদিন। এবার মাঠে তার প্রতিফলন দেখানোর পালা।
টুর্নামেন্টে কম্বোডিয়া ছাড়া বাংলাদেশের গ্রুপে আছে ফিলিপাইন, ম্যাকাও আর আফগানিস্তান। এদিকে মূলপর্বে জায়গা পেতে হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন অথবা থাকতে হবে সেরা ছয় রানার্স আপের মাঝে। তাই কম্বোডিয়া ম্যাচের ফল অনেকটাই গুরত্বপূর্ণ বাংলাদেশের জন্য।