<

গাজায় ইসরায়েলের হামলায় ২১ নারীসহ নিহত ৩৩

উত্তর গাজার জনবহুল শরণার্থী শিবির জাবালিয়ায় অর্তকিত ইসরায়েলি আগ্রাসনে ২১ নারীসহ অন্তত ৩৩ জনের প্রাণহানি হয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লেবাননে যুদ্ধবিরতির সুযোগ থাকলেও গাজায় এ সম্ভাবনা কঠিন।

প্রায় দুই সপ্তাহ ধরে জাবালিয়ায় ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল।

শনিবার ভোরে আল-তাওবাহ এলাকার একটি বাড়িতে আশ্রিত ফিলিস্তিনিরা ইসরায়েলি আগ্রাসনে মারা যান। আহত হন কমপক্ষে ৮৫ জন। ধ্বংসস্তূপের নীচে আরও অনেকে চাপা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মীরা।

জাবালিয়ার বাসিন্দারা জানান, ইসরায়েলি ট্যাঙ্কগুলো জাবালিয়ার কেন্দ্রে পৌঁছে গেছে। বিধ্বংসী বোমা হামলায় প্রতিদিনই অন্তত শ’খানেক ঘরবাড়ি ধ্বংস করছে তারা। জাবালিয়া শরণার্থী শিবিরে খুব বেশি কিছু এখন আর অবশিষ্ট নেই।

জার্মান, ফরাসি এবং ব্রিটিশ নেতাদের সঙ্গে বৈঠক শেষে জার্মানির রাজধানী বার্লিনে জো বাইডেন বলেছেন, ইসরায়েল উত্তর গাজায় হিজবুল্লাকে প্রতিরোধে হামলা আরও জোরদার করছে। সেখানে যুদ্ধবিরতির সম্ভাবনা এ মুহুর্তে কঠিন।