বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

 ক্ষমতা গ্রহণের আগেই ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ক্ষমতা গ্রহণের আগেই ট্রাম্পের বিরুদ্ধে মামলা

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ মামলার রায় ক্ষমতা গ্রহণের ১০ দিন আগেই ঘোষণা করা হবে।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ মামলার রায় ক্ষমতা গ্রহণের ১০ দিন আগেই ঘোষণা করা হবে। নিউইয়র্কের বিচারক জুয়ান এম. মার্চান শুক্রবার এ তারিখ নির্ধারণ করেন। ট্রাম্প আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

২০১৬ সালের নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে চুপ থাকতে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি মামলা দায়ের হয়। জালিয়াতির মাধ্যমে ওই অর্থ লেনদেনের বিষয়টি তার ব্যবসায়িক নথিতে গোপন রাখা হয়। গত মে মাসে নিউইয়র্কের আদালতে তিনি দোষী সাব্যস্ত হন। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর আদালত তার সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেয়।

মার্কিন সুপ্রিম কোর্টের এক আদেশে প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্পের প্রাতিষ্ঠানিক কাজের দায়মুক্তি ঘোষণা করা হয়। ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং এই মামলাকে বেআইনি বলে উল্লেখ করেছেন এবং এটি খারিজের দাবি জানিয়েছেন।

-সাইমন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments