গাজায় যুদ্ধবিরিতি-র কার্যকরের আগে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, এই যুদ্ধবিরতি অস্থায়ী এবং ইসরায়েল পুনরায় হামলা চালানোর অধিকার সংরক্ষণ করে। রোববার (১৯ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে
গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আগে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, এই যুদ্ধবিরতি অস্থায়ী এবং ইসরায়েল পুনরায় হামলা চালানোর অধিকার সংরক্ষণ করে। রোববার (১৯ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকরে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন রয়েছে।
টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু জানান, গাজার ১৫ মাসের যুদ্ধে ইসরায়েলি বাহিনী সফল হয়েছে এবং হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের দৃশ্যপট আমরা বদলে দিয়েছি। হামাস এখন পুরোপুরি একা।”
ইসরায়েলি মিডিয়ার বরাতে জানা যায়, হামাসের হাতে জিম্মি ৩৩ জনের নাম প্রকাশ করা হয়েছে। গাজায় যুদ্ধবিরিতি চুক্তি অনুযায়ী, এই জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। প্রথম ধাপে ছয় সপ্তাহে বন্দি বিনিময় হবে এবং গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার শুরু হবে।
পরবর্তী ধাপে বাকি জিম্মি মুক্তি এবং ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। চূড়ান্ত ধাপে গাজার পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে, যা কয়েক বছর সময় নিতে পারে। যুদ্ধবিরতির এই চুক্তি বাস্তবায়নে ‘টেকসই শান্তি’ পুনঃপ্রতিষ্ঠার আশা প্রকাশ করা হয়েছে।
-সায়মন ইসলাম