বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাবি-তে মেয়েদের হল থেকে বের হওয়া যুবক গ্রেফতার

জাবি-তে মেয়েদের হল থেকে বের হওয়া যুবক গ্রেফতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের-জাবি নওয়াব ফয়জুন্নেসা হল থেকে এক বহিরাগত যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক নারী শিক্ষার্থীর রুম থেকে তাকে আটক করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের-জাবি নওয়াব ফয়জুন্নেসা হল থেকে এক বহিরাগত যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক নারী শিক্ষার্থীর রুম থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত যুবকের নাম আশরাফুল ইসলাম পারভেজ ওরফে যাযাবর পারভেজ। তিনি চট্টগ্রামের বাসিন্দা এবং ২০১১ সালে এসএসসি পাস করেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হল থেকে এক বহিরাগত যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক নারী শিক্ষার্থীর রুম থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত যুবকের নাম আশরাফুল ইসলাম পারভেজ ওরফে যাযাবর পারভেজ। তিনি চট্টগ্রামের বাসিন্দা এবং ২০১১ সালে এসএসসি পাস করেছেন।

হল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানান, রাত ১০টার দিকে পারভেজ কপালে টিপ ও মুখ ঢেকে হলের ভেতরে প্রবেশ করেন। বিষয়টি আশপাশের কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হলে হল সুপারকে জানানো হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হল সুপার ওই কক্ষে গিয়ে অভিযুক্ত পারভেজকে আটক করেন। পরবর্তীতে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

পারভেজ জানান, তিনি হিম উৎসবে অংশ নিতে এসেছিলেন এবং থাকার জায়গা না থাকায় বন্ধুর সাহায্যে হলে প্রবেশ করেন। তবে ওই নারী শিক্ষার্থী বলেন, “আমরা আপত্তিকর অবস্থায় ছিলাম না। তার থাকার জায়গা না থাকায় তাকে হলে এনেছি।”

হল প্রভোস্ট অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আটক যুবকের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে এবং নারী শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments