বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা-য় ১৫০ কোটি টাকা অনুদান

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তায় অন্তর্বর্তী সরকার ১৫০ কোটি টাকা অনুদান দিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে এই অনুদান বরাদ্দ করা হয়

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তায় অন্তর্বর্তী সরকার ১৫০ কোটি টাকা অনুদান দিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে এই অনুদান বরাদ্দ করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত বুধবার মন্ত্রণালয়ের উপসচিব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে পাঠানো এক চিঠিতে জানান, শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা বাবদ এই অনুদান দেওয়া হয়েছে। অর্থ বিভাগ থেকে “অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত” থেকে অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়।

বাসসের প্রতিবেদনে বলা হয়, আহতদের চিকিৎসার জন্য চারটি ক্যাটাগরিতে অনুদান বরাদ্দ করা হয়েছে। ক্যাটাগরি ‘এ’-তে এক হাজার আহত ব্যক্তি প্রতিজন দুই লাখ টাকা করে মোট ২০ কোটি টাকা পাবেন। ক্যাটাগরি ‘বি’-তে তিন হাজার আহত ব্যক্তি প্রতিজন এক লাখ টাকা করে মোট ৩০ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন।

ক্যাটাগরি ‘সি’-তে চার হাজার ব্যক্তি এক লাখ টাকা করে মোট ৪০ কোটি টাকা পাবেন। ক্যাটাগরি ‘ডি’-তে সাত হাজার আহত ব্যক্তি প্রতিজন ৫০ হাজার টাকা করে মোট ৩৫ কোটি টাকা অনুদান পাবেন।

সরকারের এই পদক্ষেপ আহতদের চিকিৎসা খরচে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করবে এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments