বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার বায়ু “খুব অস্বাস্থ্যকর”-একিউআই স্কোর ২৯২

ঢাকার বায়ু

বিশ্বব্যাপী প্রতিদিন কোনো না কোনো কারণে বাড়ছে বায়ুদূষণের মাত্রা। শনিবার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যমতে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর ২য় স্থানেই ঢাকার বায়ু-র দূষণ

বিশ্বব্যাপী প্রতিদিন কোনো না কোনো কারণে বাড়ছে বায়ুদূষণের মাত্রা। শনিবার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যমতে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। সকাল সাড়ে ৯টার দিকে লাহোরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৪৩২, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আইকিউএয়ার বিশ্বজুড়ে শহরের বায়ুর মান নিয়ে তাৎক্ষণিক সূচক প্রকাশ করে, যা নাগরিকদের দূষণের মাত্রা সম্পর্কে জানায় এবং সতর্ক করে। লাহোরের পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার বায়ু এর একিউআই স্কোর ২৯২। এটি “খুব অস্বাস্থ্যকর” বায়ুর মান নির্দেশ করে। তৃতীয় স্থানে মঙ্গোলিয়ার উলানবাতার শহর, যার একিউআই স্কোর ২০৬।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত থাকলে বায়ুর মান “ভালো” বলে গণ্য হয়। ৫১ থেকে ১০০ স্কোর “মাঝারি” এবং ১০১ থেকে ১৫০ স্কোর “সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে “অস্বাস্থ্যকর,” ২০১ থেকে ৩০০ স্কোরকে “খুব অস্বাস্থ্যকর” এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে “ঝুঁকিপূর্ণ” বলা হয়। ঝুঁকিপূর্ণ অবস্থায় নগরবাসীর স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়ে, বিশেষ করে শিশু, বয়স্ক এবং রোগীদের জন্য। এ অবস্থায় বাড়ির বাইরে কাজকর্ম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি প্রধান উপাদানকে ভিত্তি করে: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাইঅক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাইঅক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।

এই ক্রমবর্ধমান বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ বিষয়ে আন্তর্জাতিকভাবে সমন্বিত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মানবস্বাস্থ্যের ওপর আরও গুরুতর প্রভাব পড়তে পারে।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments