বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে রিকশাচালক ইসমাইল নিহতের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার-৫

ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে রিকশাচালক ইসমাইল

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে রিকশাচালক ইসমাইল নিহতের ঘটনায় পুলিশের হাতে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে রিকশাচালক ইসমাইল নিহতের ঘটনায় পুলিশের হাতে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) হাতিরঝিল থানা পুলিশ এই গ্রেফতার কার্যকর করে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শহীদ ইসমাইলের চিকিৎসায় অবহেলার অভিযোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার তানভীর হাসান জোহা। শনাক্ত হওয়ার পর পুলিশ হাসপাতাল এলাকা থেকে ওই ৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন চিকিৎসক, দুইজন নার্স এবং দুইজন নিরাপত্তাকর্মী রয়েছেন।

ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে রিকশাচালক ইসমাইল আছড়ে পড়েন। এরপর তিনি হামাগুড়ি দিয়ে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কাছে সাহায্য চান। কিন্তু গুরুতর অবস্থায় থাকা সত্ত্বেও হাসপাতালের দরজা খুলে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। দীর্ঘক্ষণ রক্তক্ষরণে সিঁড়ির ওপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ইসমাইল।

এই ঘটনাটি মানবতার প্রতি চরম উদাসীনতা এবং চিকিৎসা ক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় বহন করে। ইসমাইলের মৃত্যু শুধু একটি প্রাণহানি নয়, বরং এটি নীতিগত এবং মানবিক মূল্যবোধের গভীর সংকটের প্রতিফলন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments