দেশের কেউ যেন নিজেকে বঞ্চিত মনে না করেন, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান
দেশের কেউ যেন নিজেকে বঞ্চিত মনে না করেন, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, এ দেশ সবার, এখানে সবাই সমান। শুক্রবার রাজধানীর উত্তরায় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য বরাদ্দকৃত শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আদিলুর রহমান খান বলেন, জুলাই অভ্যুত্থানে সব ধর্মের মানুষ একত্রে অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছে। এই ঐক্যের মাধ্যমে আমরা সব ধরনের সংস্কার আনতে সক্ষম হবো। কেউ যেন নিজেকে পিছিয়ে পড়া বা বঞ্চিত মনে না করেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, স্বাধীনতার পাঁচ দশক পার হলেও বৌদ্ধ সম্প্রদায়ের জন্য ঢাকায় সৎকারের নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। বর্তমান অন্তর্বর্তী সরকার এই অভাব পূরণে কার্যকর ভূমিকা রেখেছে।
তিনি আরও জানান, উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধ মহাবিহারের ২৩ কাঠা জমিতে একটি আধুনিক সৎকারকেন্দ্র নির্মাণ করা হবে। সবার ধর্মীয় চাহিদা ও সংস্কৃতিকে সম্মানের সঙ্গে বিবেচনা করে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
আদিলুর রহমান খান ও আ ফ ম খালিদ হোসেন উভয়েই বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সব ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। উত্তরার এই শ্মশান নির্মাণ প্রকল্পটি বৌদ্ধ সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তারা।
-সায়মন ইসলাম