বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি

সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পলাতক সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পলাতক সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার দুপুরে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শাহ আলমকে দ্রুত গ্রেফতার করতে পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনীর সব ইউনিট সমন্বিতভাবে কাজ করছে। তার অবস্থান শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই তাকে আটক করা সম্ভব হবে।”

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানিয়েছেন, পলাতক ওসি শাহ আলমের বিরুদ্ধে নেয়া পদক্ষেপে কোনো ত্রুটি রাখা হচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার হত্যা মামলায় গ্রেফতার হওয়া শাহ আলম থানা থেকে পালিয়ে যান। জানা যায়, তাকে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়েছিল। দায়িত্বে থাকা এক এএসআইয়ের অবহেলার কারণে তিনি পালাতে সক্ষম হন। এ ঘটনায় ওই এএসআইকে বরখাস্ত করা হয়েছে এবং গঠন করা হয়েছে এক সদস্যের তদন্ত কমিটি।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহ আলমকে গ্রেফতার করার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। অন্যদিকে, স্থানীয় শিক্ষার্থীরা রাত ১১টার মধ্যে তাকে গ্রেফতার না করা হলে উত্তরা পূর্ব থানা অচল করে দেওয়ার হুমকি দিয়েছে।

এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, থানা থেকে পালানোর এই ঘটনা নিয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলা ও দায়িত্বহীনতার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments