<

গুরুত্বপূর্ণ জায়গায় দোসর ও সাংবিধানিক বিষয়ে তাড়াহুড়োকে তারেক রহমানের ‘না’

তারেক রহমান বলেছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় দোসরদের রেখে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারকে আরও সতর্ক হয়ে কাজ করতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা ও সংবিধানের সঙ্গে যুক্ত বিষয়ে তাড়াহুড়ো না করে সিদ্ধান্ত নেয়ার পরামর্শও দেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর লেডিস ক্লাবে দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে সভাপতিত্বে করেন।

অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন ব্যর্থ হবে এবং বিএনপির লক্ষ্য ব্যর্থ হবে। পরাজিত শক্তি এ লক্ষ্যে কাজ করলেও বিএনপি তা হতে দেবে না। তবে জনগণের কষ্ট লাঘব করা না গেলে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হবে বলেও মনে করেন তিনি। 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, সরকারকে আরও সতর্ক হয়ে কাজ করতে হবে। এ সময় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

একইসঙ্গে পলাতক স্বৈরাচারের কোনো উসকানি বা গুজবে কান না দেয়ারও আহ্বান জানান তিনি। হিন্দু সম্প্রদায়ের নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। গত ১৫ বছর মাফিয়া সরকার সন্ত্রাসীদের নিরাপত্তা নিশ্চিত করে সকল ধর্মের মানুষকে উৎকণ্ঠায় রেখেছিল। বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দল এবং ভিন্ন মতের কেউ কিন্তু নিরাপদ ছিলেন না। বিএনপিসহ ভিন্ন মতের হাজার হাজার নেতা কর্মীকে গুম, খুন ও অপহরণ করা হয়েছিল। সারা দেশে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।