লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এক নারীকে বিদেশি পিস্তলসহ আটক করেছে
লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এক নারীকে বিদেশি পিস্তলসহ আটক করেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নারী সাজু আক্তার, হামছাদী গ্রামের মো. জুয়েল নামক এক ব্যক্তির স্ত্রী।
গোয়েন্দা পুলিশের সূত্রে জানা গেছে, সাজুর স্বামী মো. জুয়েল একজন মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জুয়েল তার বাড়িতে বিদেশি পিস্তল রেখেছে। এরপর পুলিশ অভিযান পরিচালনা করতে যায়, তবে সেখানে জুয়েলকে পাওয়া যায়নি। তবে, তার স্ত্রী সাজু আক্তারকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুয়েল মাদক ও অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং তিনি একাধিক অপরাধের সাথে জড়িত। স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল বেশ কিছু সময় ধরে পুলিশি নজরদারির বাইরে ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলা রয়েছে।
ডিবি পুলিশের কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, জুয়েলকে আটক করার জন্য গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। তবে জুয়েল পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। তার বিরুদ্ধে চলমান তদন্ত ও মামলা চলছে এবং পিস্তলসহ তার স্ত্রীকে আটক করে পুলিশ আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
এদিকে, সাজু আক্তারের গ্রেফতারির পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, তারা অবিলম্বে জুয়েলকে গ্রেফতার করতে সর্বাত্মক চেষ্টা চালাবে।
-সাইমন ইসলাম