১৫ আগস্ট, বিডিআর হত্যাকাণ্ড এবং জুলাই গণহত্যার মতো তিনটি বড় ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার অভিযোগ তুলে তার ফাঁসির দাবি
১৫ আগস্ট, বিডিআর হত্যাকাণ্ড এবং জুলাই গণহত্যার মতো তিনটি বড় ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার অভিযোগ তুলে তার ফাঁসির দাবি করেছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান।
রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি। সার্বভৌমত্ব আন্দোলন নামের একটি সংগঠন “বিডিআর হত্যাকাণ্ড: বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক” শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
শফিক রেহমান বলেন, “শেখ হাসিনার বিচারের কাজ এক বছর নয়, এক সপ্তাহের মধ্যেই শেষ হওয়া উচিত। দেশে ফিরিয়ে এনে নয়, তার অনুপস্থিতিতেই বিচার করা উচিত।” তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা দেশে ফিরলেই আবারো নানা অপকর্মে জড়াবেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরলে পকেটে গ্লিসারিন আর লেবুর পানি নিয়ে আসবেন, কান্নাকাটি করবেন। কিন্তু এ ধরনের নাটক ও তামাশা জাতি আর দেখতে চায় না। শেখ হাসিনা একজন খুনি, আমরা জানি সে অপরাধ করেছে। তাই আর দেরি না করে তার বিরুদ্ধে রায় দ্রুত কার্যকর করা উচিত।”
শফিক রেহমানের এমন বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। বিশ্লেষকরা এ ধরনের মন্তব্যকে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর শামিল বলে মনে করছেন।
-সাইমন ইলসম