বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে বিএনপির দুই দলের মধ্যে সংঘর্ষ

হবিগঞ্জে বিএনপির দুই দলের মধ্যে সংঘর্ষ

হবিগঞ্জের লাখাই উপজেলায় বিলের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন

হবিগঞ্জের লাখাই উপজেলায় বিলের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষটি বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা এবং লাখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফ আহমদ রুপন ও দলের আরেক নেতা হারিছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে খাইঞ্জা নামের একটি বিলের দখল নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে একাধিক মামলা রয়েছে।

বুধবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে, এলাকার নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষ চলাকালে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। ঘরের দরজা-জানালা বন্ধ করে এলাকার মানুষ নিজেদের রক্ষা করার চেষ্টা করেন। সংঘর্ষে ঘরবাড়ি ও ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আরও কয়েকজনকে।

এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপির স্থানীয় নেতাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ধরনের সহিংসতা বারবার ঘটছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। তারা এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments