বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্ক বাংলাদেশের অস্ত্র, সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায়- বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত

তুরস্ক বাংলাদেশের অস্ত্র, সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায়- বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকায় সফররত তুরস্ক এর বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাত

তুরস্ক বাংলাদেশে অস্ত্র, সামরিক ও অন্যান্য খাতে সহযোগিতা বাড়াতে চায়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকায় সফররত তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাত এসব কথা জানান। তিনি বলেন, তুরস্ক বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি, টেক্সটাইলের পাশাপাশি ফার্মাসিউটিক্যালস, অবকাঠামো, জ্বালানি এবং কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। তুরস্ক আগামী বছরগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়।

এসময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনও তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ে আলোচনা করেন। তিনি জানান, খাদ্য, স্বাস্থ্য, শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগে আগ্রহ রয়েছে। বিশেষ করে সামরিক সহযোগিতা প্রসঙ্গে, তুরস্ক বাংলাদেশে অস্ত্র রপ্তানি করতে চায়। তাছাড়া তুরস্ক অবকাঠামো খাতে সহযোগিতা প্রদানেও আগ্রহী।

শেখ বশিরউদ্দীন বলেন, বর্তমানে বাংলাদেশের চাল মজুদ পর্যাপ্ত রয়েছে এবং রমজানের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে চালের দাম বৃদ্ধির কারণে জনগণের কষ্ট হচ্ছে, এই বিষয়টি স্বীকার করেছেন তিনি।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments