বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে দূর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১৪ জন আহত  

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে দূর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১৪ জন আহত  

পঞ্চগড়ে নুসাইবা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক ও মোটরসাইকেলে ধাক্কা দিলে দূর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন।

পঞ্চগড়ে নুসাইবা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক ও মোটরসাইকেলে ধাক্কা দিলে দূর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কের জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হোসনে আরা মালা (৪২) পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা এলাকার বাসিন্দা এবং এনজিও আশার মাঠকর্মী। তার মোটরসাইকেল সঙ্গী নুর ইসলামসহ আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

স্থানীয়দেরমতে, তেতুঁলিয়া থেকে আসা বাসটি প্রথমে মিঠাপুকুর এলাকায় কয়েকটি ইজিবাইককে ধাক্কা দেয় এবং পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে হোসনে আরা মালা ছিটকে মহাসড়কে পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটিকে জব্দ এবং সহকারী মো. সুমন ইসলামকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

-সাইমন ইসলাম

By the early 17th century, Harlequin had become a faithful valet, patient, credulous, and amorous. Scalability Issues with synchronization Scalability: The ability to retain performance levels when adding additional processors.
guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments