বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে সজ্ঞে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া

তারেক রহমানকে সজ্ঞে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাদেরকে কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন জয়নুল আবদিন ফারুক। বুধবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, খালেদা জিয়াকে নিঃশেষ করতে চেয়েছিলেন শেখ হাসিনা। তবে গণতন্ত্রে আপোষহীনতা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য দেশের মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে। তিনি দাবি করেন, জনগণ এখন ভোটের তারিখ চায় এবং দিনের ভোট দিনে করতে হবে।

তিনি আরও বলেন, ষড়যন্ত্র করলে তারেক রহমান তা রুখে দেয়ার ক্ষমতা রাখেন। ১৬ বছর জনগণের জন্য আন্দোলন করার কারণে খালেদা জিয়ার বিদেশ যাত্রার দিনে মানুষ রাস্তায় নেমে এসেছিল।

বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। কোনো হোন্ডা বা গুণ্ডা দিয়ে নির্বাচন হবে না। জনগণ আর মঈন-ফখরুদ্দিনের সরকারের মতো পরিস্থিতি দেখতে চায় না।

-সাইমন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments